ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা, পলিথিন ব্যাগ জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
বরিশালে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা, পলিথিন ব্যাগ জব্দ

বরিশাল: বরিশালে পরিবেশ অধিদপ্তরের অভিযানে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে অর্ধলাখ টাকা জরিমানা করা হয়েছে। এসময় ১৫০ কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৫ অক্টোবর) বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেছা খানমের নেতৃত্বে বরিশালের সাগরদী পেট্রোল পাম্প এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

বরিশাল নগরের সাগরদী ও মেহেন্দীগঞ্জ উপজেলা শহরের বেকারিপট্টি এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিক্রয়, বিক্রয়ের জন্য প্রদর্শন, মজুদ, বিতরণ করার অপরাধে তাদের এ জরিমানা করা হয়।

এসময়  ঢাকা থেকে বরিশালগামী যাত্রীবাহী বাস থেকে পলিথিন গ্রহণকালে ঝালকাঠির নলছিটি উপজেলার ফয়রা এলাকার মাহফুজুর রহমানকে পাঁচ হাজার টাকা ও পটুয়াখালীর মহিপুর থানার হাজীপুর এলাকার মিরাজ হোসেনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

পাশাপাশি এ অভিযানে ৮০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়।
 
অপরদিকে, মেহেন্দীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মো. আলিমুল্লাহ’র নেতৃত্বে শহরের বেকারিপট্টি এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এসময় মেসার্স রাতুল স্টোরের প্রোপাইটর মো. রাতুলকে ২০ হাজার টাকা ও মেসার্স রাকিব স্টোরের প্রোপাইটর মো. রাকিব হাওলাদারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

পাশাপাশি এ অভিযানে ৭০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়।

অভিযান দু’টিতে সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক বেগম আনজুমান নেছা ও মো. তোতা মিয়া।
 
বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
এমএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।