ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

দারুসসালামে পুলিশ পরিচয়দানকারী প্রতারক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
দারুসসালামে পুলিশ পরিচয়দানকারী প্রতারক আটক

ঢাকা: রাজধানীর দারুসসালাম এলাকা থেকে সাগর মিয়া ওরফে মজিবর মুন্সি (৪৫) নামের এক প্রতারককে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

সাগর মিয়া পুলিশ পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন।

তিনি ফরিদপুরের মধুখালী গ্রামের নূর মোহাম্মদ মুন্সির ছেলে।  

মঙ্গলবার (২৫ অক্টোবর) সকাল ৮টার দিকে দারুসসালাম এলাকা থেকে তাকে আটক করা হয়।

পিবিআই’র পরিদর্শক মনির হোসেন জানান, এএসপি পরিচয় দিয়ে বিভিন্ন মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল সাগর। এরকম অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়।
 
তিনি বলেন, আটক সাগর মিয়ার কাছ থেকে এএসপি সাগর নামে ভুয়া ভিজিটিং কার্ড, একটি নকল জাতীয় পরিচয়পত্র ও দুইজন পুলিশ কনস্টেবল পদে চাকরি প্রত্যাশীর নাম-ঠিকানা পাওয়া গেছে।
 
সাগর মিয়ার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান পরিদর্শক মনির হোসেন।  

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
এসজেএ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।