ঢাকা: রাজধানীর বনানীতে অবৈধভাবে গড়ে ওঠা গাড়ির শো-রুম, ফার্মেসি, রেস্টুরেন্ট, মিষ্টির দোকানসহ বেশ কিছু স্থাপনা উচ্ছেদ করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৫ অক্টোবর) প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা আতিকুর রহমান জানিয়েছেন, বনানী আবাসিক এলাকার এফ, জি ও আই ব্লকের ৩, ৫ ও ৮ নম্বর রোডে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার অলিউর রহমানের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
আতিকুর রহমান জানান, অভিযানে আবাসিক এলাকায় বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার দায়ে এফ ব্লকের ৫ নম্বর রোডের ৭ নম্বর হোল্ডিংয়ের ‘প্রসেস মটরস’ নামে গাড়ির শো-রুম, ৮ নম্বর রোডের ১৫ নম্বর হোল্ডিংয়ের ‘পেঙ্গুইন জেনারেল স্টোর’, ২৪ নম্বর হোল্ডিংয়ের ‘বনানী ফার্মেসী’ ও একটি রেস্টুরেন্ট এবং জি-ব্লকের ৩৪ নম্বর হোল্ডিংয়ের ‘জয়পুর সুইট্স’ ও একটি জেনারেল স্টোর ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।
এছাড়া এফ-ব্লকের ৫ ও ৮ নম্বর রোডের ১৪টি বাড়ির সামনের অবৈধ ৠাম্প, গার্ডেনিং ওয়াল ও কিছু সিড়ি ভেঙে দেওয়া হয়। অন্যদিকে, ৩ নম্বর রোডের দুই পাশের ফুটপাতের ওপর অবৈধ ১০টি দোকান ভেঙে দেয় রাজউকের ভ্রাম্যমাণ আদালত।
উচ্ছেদ অভিযানে আইন-শৃঙ্খলা বাহিনীসহ অন্য সেবাদানকারী সংস্থার প্রতিনিধিরা সহায়তা করেন।
বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
টিএইচ/ওএইচ/এসএনএস