খাগড়াছড়ি: পার্বত্য চট্টগ্রামে ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের জারি করা গণবিজ্ঞপ্তিতে সাড়া দিয়ে ভূমি বিরোধ সংক্রান্ত ১৫ হাজারেরও বেশি অভিযোগ জমা পড়েছে।
সোমবার (২৫ অক্টোবর) বিকেল ৫টা পর্যন্ত খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান থেকে এসব অভিযোগ জমা পড়ে।
আগামী ৩০ অক্টোবর রাঙামাটিতে কমিশনের দ্বিতীয় বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
পাহাড়ে ভূমি বিরোধ নিষ্পত্তির লক্ষে গত ৮ সেপ্টেম্বর ক্ষতিগ্রস্তদের কাছ থেকে ৪৫ দিনের মধ্যে আবেদন চেয়ে গণবিজ্ঞপ্তি জারি করে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন।
আবেদন জমা দেওয়ার শেষ দিন ছিল ২৪ অক্টোবর। এর আগে কমিশনের চেয়ারম্যান বিচারপতি খাদেমুল ইসলামের মেয়াদকালে ৪ হাজার ৪শ অভিযোগ জমা পড়েছিল।
পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের সচিব মো. রেজাউল করিম বলেন, মনে করা হচ্ছে ১৫ হাজারেরও বেশি আবেদন অভিযোগ জমা পড়েছে।
এদিকে, পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের সংশোধিত আইন পাশের প্রতিবাদে শুরু থেকে মিছিল, সমাবেশ, হরতালের মত কর্মসূচি পালন করে আসছে বাঙালি সংগঠনগুলো।
বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
এসআর