হবিগঞ্জ: হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামে চার শিশু হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ পিছিয়ে ১ ও ২ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে নির্ধারিত তারিখে জেলা ও দায়রা জজ মো. আতাবুল্লাহ’র আদালতে মামলার পাঁচ আসামিকে হাজির করা হয়।
পরে বিচারক সাক্ষগ্রহণের তারিখ পিছিয়ে পরবর্তী তারিখ নির্ধারণ করেন।
এ মামলায় মোট ৫৯ জন সাক্ষীর মধ্যে এ পর্যন্ত ছয়জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। সাক্ষ্য দাতারা হলেন-মামলার প্রধান সাক্ষী ও বাদী আব্দাল মিয়া, আব্দুল আহাদ, আফজল মিয়া তালুকদার, এমরান, কাজল মিয়া ও মিজানুর রহমান তালুকদার।
শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ত্রিলোক কান্তি চৌধুরী বিজন বাংলানিউজকে জানান, দুপুরে মামলার আসামি আরজু মিয়া, সাহেদ আলী ওরফে সায়েদ, আব্দুল আলী বাগাল, তার ছেলে রুবেল মিয়া ও জুয়েল মিয়াকে আদালতে হাজির করা হয়।
এ মামলায় আট আসামির মধ্যে কারাগারে রয়েছেন এই পাঁচজন।
বাকিরা হলেন- উস্তার মিয়া, বেলাল মিয়া ও বাবুল মিয়া।
এ বছরের ১২ ফেব্রুয়ারি মাঠে খেলতে গিয়ে সুন্দ্রাটিকি গ্রামের জাকারিয়া আহমেদ শুভ (০৮), তার চাচাতো ভাই মনির মিয়া (০৭), তাজেল মিয়া (১০) ও ইসমাইল হোসেন (১০) নিখোঁজ হয়। পাঁচদিন পর বাড়ির কাছের একটি বালুছড়া থেকে মাটি চাপা দেওয়া অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।
বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
এজি/এসআই