ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য তাকজিল খলিফা কাজলের বিরুদ্ধে ফেসবুকে মানহানিকর মন্তব্য করায় মামলা করা হয়েছে।
মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলা যুবলীগের সাবেক সদস্য মো. জুয়েল খানকে আসামি করে মামলাটি করা হয়।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসারফ হোসেন তরফদার বাংলানিউজকে জানান, মামলা দায়েরের পরই পুলিশ জুয়েলকে গ্রেফতারে তার বাড়িসহ বিভিন্ন স্থানে অভিযান চালায়। তবে, সন্ধ্যা পর্যন্ত তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
মামলা সূত্রে জানা যায়, জুয়েল খান ২১ অক্টোবর তার ফেসবুক আইডি থেকে একটি স্ট্যাটাস দেন। সেখানে উল্লেখ করেন- মেয়র একজন বখাটেকে সার্টিফিকেট দিয়েছেন। এটা তিনি পারেন না। এতে বিচার বিভাগের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ হয়েছে।
অন্যদিকে, ২৩ অক্টোবর সত্যের পথিক নামে এক আইডি থেকে মেয়রকে স্বঘোষিত মন্ত্রী উল্লেখ করে বিরুপ মন্তব্য করা হয়।
এ ব্যপারে জুয়েল খান বলেন, ‘সত্যের পথিক নামে আইডি থেকে লেখা স্ট্যাটাস সম্পর্কে আমি কিছু জানিনা। তবে, আমার আইডি থেকে যে স্ট্যাটাস দিয়েছি সেটা সত্য। ’
বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
এজি