ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

নলডাঙ্গায় ১৮০ শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
নলডাঙ্গায় ১৮০ শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নাটোর: নাটোরের নলডাঙ্গা উপজেলার পশ্চিম মাধনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৮০ জন শিক্ষার্থীর মধ্যে স্কুল ব্যাগ, টিফিন বক্স, পানির পট ও পেনসিল বক্স বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে নাটোর জেলা প্রশাসক শাহিনা খাতুন শিক্ষার্থীদের হাতে এসব সামগ্রী তুলে দেন।

মাধনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি আমজাদ হোসেন দেওয়ানের সভাপতিত্বে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার উপ-পরিচালক মো. এনামুল হক, নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার জাহান, এলজিএসপি-২ এর জেলা সহায়ক (ডিএফ)  আব্দুল্লাহ আহমেদ ইমন বিন রেজা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাকিরুল ইসলাম, প্রভাষক মামুনুর রশীদ তোতা, সাংবাদিক জুলফিকার হায়দার জোসেফ ও মামুনুর রশীদ প্রমুখ।

মাধনগর ইউপির তত্ত্বাবধানে ও এলজিএসপি-২ এর অর্থায়নে এসব সামগ্রী বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।