ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত পর্যালোচনা সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
ময়মনসিংহে ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত পর্যালোচনা সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহ বিভাগের ভূমি ব্যবস্থাপনা ও ইনোভেশন সংক্রান্ত অগ্রগতি নিয়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকেলে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিনের সভাপতিত্বে এতে জেলা প্রশাসক খলিলুর রহমান, নেত্রকোনার জেলা প্রশাসক ড. মো. মুশফিকুর রহমান, শেরপুরের জেলা প্রশাসক ডা. এ এন পারভেজ রহিম, জামালপুরের জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান প্রমুখ বক্তব্য দেন।

এ সময় বিভাগের ৩৫ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনাররা (ভূমি) উপস্থিত ছিলেন।

জিএম সালেহ উদ্দিন বলেন, জনগণের কাছে ভূমিসেবা নির্বিঘ্নে পৌঁছে দিতে হবে। এ সেবা সহজীকরণ করতে আমরা কঠোর অবস্থানে রয়েছি।

সহাকারী কমিশনাদের (ভূমি) ২৬ দফা বাস্তবায়নের নির্দেশ দিয়ে তিনি বলেন, এ দফাগুলো বাস্তবায়নের মাধ্যমে জনগণের সেবাকে সহজ করতে হবে।

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
এমএএএম/ওএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।