ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

থানা থেকে হাতকড়াসহ আসামির পলায়ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
থানা থেকে হাতকড়াসহ আসামির পলায়ন

লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা থানার ভেতর থেকে হাতকড়াসহ মিলন মিয়া (২৫) নামে এক আসামি পালিয়ে গেছেন। এ ঘটনায় দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

 

 
মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে জেলখানা থেকে প্রসাব করার অজুহাতে প্রাচীর টপকে পালিয়ে যান মিলন।

এর আগে সোমবার (২৪ অক্টোবর) রাতে হাতীবান্ধা উপজেলার সিংঙ্গীমারী ইউনিয়নের ধুবনী গ্রাম থেকে মিলনকে ছাগল ও মোবাইল চুরির সময় স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করে।

মিলন দিনাজপুরের ফুলহাট গ্রামের মৃত আনছার আলীর ছেলে। তিনি হাতীবান্ধা উপজেলার সিন্দুর্ণা ইউনিয়নের ধুবনী এলাকায় শ্বশুরবাড়িতে থাকেন।

পুলিশ জানান, সকালে মিলন জেলখানার টয়লেটে যেতে চায়। এ সময় দায়িত্বরত পুলিশ কনস্টেবল মতিয়ার রহমান তাকে হাতকড়াসহ টয়লেটে নিয়ে যান। টয়লেট থেকে ফেরার পথে মিলন ওই কনস্টেবলকে ধাক্কা দিয়ে হাতকড়াসহ থানার দেওয়াল টপকে পালিয়ে যান।
 
পরে বিকেলে লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার নাসির উদ্দিনের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এ ঘটনায় ওই আসামির বিরুদ্ধে হাতীবান্ধা থানায় একটি মামলা হয়েছে।
 
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আব্দুর রাজ্জাক বাংলানিউজকে জানান, মিলনকে ধরতে পুলিশ জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

লালমনিরহাটের পুলিশ সুপার এসএম রশিদুল হক জানান, তদন্ত কমিটির প্রতিবেদন পেলে দায়িত্বে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।