ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ফেনসিডিলসহ আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
বগুড়ায় ফেনসিডিলসহ আটক ৩

বগুড়া: বগুড়া সদর উপজেলার বারপুর এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় আমদানি নিষিদ্ধ ৮০ বোতল ফেনসিডিলসহ তিনজন মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

আটক তিনজন হলেন- জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ডুগরপাড়ার আনছার আলী প্রধানের ছেলে ইব্রাহিম হোসেন (৫২), দিনাজপুরের হাকিমপুর উপজেলার বাঁশমুড়ি গ্রামের মৃত ইজ্জতুল্ল্যাহর ছেলে মিজানুর রহমান (৪৫) ও গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রোয়াগাও গ্রামের রফিজ উদ্দিনের ছেলে মেহেদুল ইসলাম (২২)।

মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকেলে সন্ধ্যায় র‌্যাব-১২ বগুড়া ক্যাম্প থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ ঘটনায় বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
এমবিএইচ/ওএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।