বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকেলে পৌরশহরে অবস্থিত দলের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ১নম্বর ওয়ার্ড কাউন্সিলর রেজাউল করিম সিপ্লবের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া শহর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শহিদুল ইসলাম বাপ্পী।
এছাড়া সভায় বক্তব্য রাখেন- উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম রাসেল, যুগ্ম সম্পাদক মিল্টন মাহমুদ, রেজাউল হক শান্ত, সাংগঠনিক সম্পাদক রেজভী তালুকদার সাগর, শাহাদত হোসেন, শেরপুর শহর শাখার আহ্বায়ক জুবায়ের আলম বাপ্পী, শহর শাখার সাবেক সভাপতি তরিকুল ইসলাম, মোজাম্মেল হক, মেহেদী হাসান, এস কে সবুজ, জাহিদ হাসান স্বরণ, হৃদয় হাসান, সাকিল আহম্মেদ, আরিফ হোসেন প্রমুখ।
সভায় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে কতিপয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
এমবিএইচ/ওএইচ/আরআই