কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সহপাঠীর হামলায় নিহত ছাত্র খালিদ সাইফুল্লাহর হত্যাকারীকে কুবির রেজিস্ট্রার বাঁচানোর চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন সাইফুল্লাহর মা।
মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকেলে নগরীর একটি কনফারেন্স হলে ছেলে হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সাইফুল্লাহর মা ফাতেমা আক্তার।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমার ছেলের হত্যাকারী বিপ্লব কারাগারে রয়েছেন। কিন্তু কুবির রেজিস্ট্রার মুজিবুর রহমান প্রশাসনিক দায়িত্বে থেকেও তাকে বাচাঁনোর চেষ্টা করছেন। তিনি বিপ্লবকে সেমিস্টার পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে ২০ অক্টোবর আদালতে আবেদন করেছেন।
ছেলের হত্যার সঠিক বিচার পেতে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেন তিনি।
সংবাদ সম্মেলনে সাইফুল্লাহর বাবা জয়নাল আবেদীন, মামা আবদুল আউয়ালসহ তার সহপাঠীরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মনজুর আলম বাংলানিউজকে জানান, আদালতের নির্দেশে তারা তদন্তকাজ চালিয়ে যাচ্ছেন।
গত ১ আগস্ট কুবি ছাত্রলীগের দুইপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হয় সাইফুল্লাহ। ওইদিন রাতেই সদর দক্ষিণ থানায় অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে মামলা করেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা সাদেকুর রহমান। ওই মামলার আসামি বিপ্লব কারাগারে রয়েছেন।
বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
এসআর