নীলফামারী: নীলফামারীর ডিমলায় টাকা ছিনতাইয়ের ঘটনায় দু’জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে তাদের আটক করা হয়।
পুলিশ জানান, সোমবার (২৪ অক্টোবর) বিকেলে মেনাজ বিড়ির সেলসম্যান আলাউদ্দিন (৫৫) ও দুলাল ইসলাম (৩০) উপজেলার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে বিড়ি বিক্রির বকেয়া ৪ লাখ ৭০ হাজার টাকা নিয়ে মোটরসাইকেলে করে ফিরছিলেন। পথে উপজেলার নাউতরা ভাঙ্গা ব্রিজ এলাকায় পৌঁছালে তাদের পথ আটকে দুই ছিনতাইকারী টাকা নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় ডিমলা থানায় মেনাজ বিড়ি কোম্পানির পক্ষ থেকে লিখিত অভিযোগ করা হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার সকালে ডোমার উপজেলার পাঙ্গা বাজার এলাকা থেকে ছিনতাইকারী সহদেব ও জলঢাকা উপজেলার গোলনা বাজার থেকে দুলালকে আটক করে।
পরে তাদের নিয়ে জলঢাকা গোলনা কালীগঞ্জের ছিনতাইকারী সহদেবের ভায়রা পিযুষ রায়ের বাড়ি থেকে ২৮ হাজার ৫৬ টাকা উদ্ধার করা হয়।
ডিমলা থানার উপপরিদর্শক (এসআই) শাহাবুদ্দিন জানান, ছিনতাইকৃত পুরো টাকা উদ্ধারের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
বিএসকে