ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

সুনামগঞ্জ মহিলা পরিষদ পরিদর্শনে সুইডিশ রাষ্ট্রদূত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
সুনামগঞ্জ মহিলা পরিষদ পরিদর্শনে সুইডিশ রাষ্ট্রদূত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সুনামগঞ্জ: সুনামগঞ্জ মহিলা পরিষদ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত জ‍ুহান ফ্রিসেল।

 

মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে ফ্রিসেল সুনামগঞ্জ মহিলা পরিষদের বিভিন্ন কাজ পরিদর্শন করেন ও কর্মসূচি সম্পর্কে অবগত হন।

পরে বিকেল ৫টায় শহরতলীর নবীনগর এলাকায় পৌর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন তিনি।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আয়শা খানম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও প্রযুক্তি) আইনুর আক্তার পান্না, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ডা. মালেকা বানু, জেলা মহিলা পরিষদের সাবেক সভাপতি শিলা রায়, জেলা মহিলা পরিষদের সভাপতি গৌরী ভট্টাচার্য প্রমুখ।

সভায় যৌতুক, বাল্যবিয়ে, নারীর ক্ষমতায়ন ও শিশুদের লেখাপড়া সম্পর্কে শ্রমজীবী মা-বাবাকে সচেতন করা নিয়ে আলোচনা হয়।

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
বিএসকে/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।