ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

মিঠু চানের ওপর হামলাকারীদের গ্রেফতার দাবি

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
মিঠু চানের ওপর হামলাকারীদের গ্রেফতার দাবি

ঢাকা: ঢাকার কেরানীগঞ্জের কাউটাইল ৫নং ওয়ার্ডের ঋষিপাড়া রোডের ডোম সমাজ উন্নয়ন কমিটির নেতা মিঠু চান ও তার পরিবারের সদস্যদের ওপর হামলার ঘটনায় নিন্দা ও গ্রেফতারের দাবি জানিয়েছেন ট্রেড ইউনিয়ন ফেডারেশনের (টাফ) নেতারা।

 

মঙ্গলবার (২৫ অক্টোবর) বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন সভাপতি ফয়জুল হাকিম ও সাধারণ সম্পাদক আমীর আব্বাস এক বিবৃতিতে এ নিন্দা জানান।

বিবৃতিতে টাফ নেতারা অবিলম্বে সন্ত্রাসী গোবিন্দ ঘোষসহ হামলাকারীদের গ্রেফতারের জোর দাবি জানান।

কেরানীগঞ্জের কাউটাইল ৫নং ওয়ার্ডের ঋষিপাড়া রোডের ডোম সমাজ উন্নয়ন কমিটির নেতা মিঠু ও তার পরিবারের সদস্যদের ওপর বালু ব্যবসায়ী গোবিন্দ ঘোষের নেতৃত্বে সন্ত্রাসীরা হামলা চালায়।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
এসএস/আরআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।