ঢাকা: ঢাকার কেরানীগঞ্জের কাউটাইল ৫নং ওয়ার্ডের ঋষিপাড়া রোডের ডোম সমাজ উন্নয়ন কমিটির নেতা মিঠু চান ও তার পরিবারের সদস্যদের ওপর হামলার ঘটনায় নিন্দা ও গ্রেফতারের দাবি জানিয়েছেন ট্রেড ইউনিয়ন ফেডারেশনের (টাফ) নেতারা।
মঙ্গলবার (২৫ অক্টোবর) বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন সভাপতি ফয়জুল হাকিম ও সাধারণ সম্পাদক আমীর আব্বাস এক বিবৃতিতে এ নিন্দা জানান।
বিবৃতিতে টাফ নেতারা অবিলম্বে সন্ত্রাসী গোবিন্দ ঘোষসহ হামলাকারীদের গ্রেফতারের জোর দাবি জানান।
কেরানীগঞ্জের কাউটাইল ৫নং ওয়ার্ডের ঋষিপাড়া রোডের ডোম সমাজ উন্নয়ন কমিটির নেতা মিঠু ও তার পরিবারের সদস্যদের ওপর বালু ব্যবসায়ী গোবিন্দ ঘোষের নেতৃত্বে সন্ত্রাসীরা হামলা চালায়।
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
এসএস/আরআইএস/এমজেএফ