চুয়াডাঙ্গা: ‘ছন্দ তুলুক সংস্কৃতি চর্চা, বিনাশ হবেই সাম্প্রদায়িকতা’ স্লোগানে চুয়াডাঙ্গায় সাংস্কৃতিক সংগঠন অরিন্দমের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাত দিনব্যাপী উৎসব শুরু হয়েছে।
মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকেলে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এ উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অরিন্দমের সভাপতি মো. আলাউদ্দীনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মন্ত্রী।
আরো বক্তব্য রাখেন, জেলা প্রশাসক সায়মা ইউনুছ, পুলিশ সুপার রশীদুল হাসান, পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী ও কথা সাহিত্যিক অধ্যাপক রফিকুর রশীদ।
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় তিন জনকে সম্মাননা জানানো হয়।
সভা শেষে অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের নিজস্ব পরিবেশনায় নাটক অহম তমসায় মঞ্চস্থ করা হয়।
বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
এসআর