বগুড়া: বগুড়ায় প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা সংক্রান্ত জেলা কমিটির সঙ্গে ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ও প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা বন্ধন প্রতিবন্ধী সংস্থা ও জেলা স্পন্দন প্রতিবন্ধী নারী পরিষদের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক (ডিসি) মো. আশরাফ উদ্দিন।
এছাড়া সভায় জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সহিদুল ইসলাম খাঁন, ডেপুটি সিভিল সার্জন ডা. এটিএম নুরুজ্জামান, দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক প্রদীপ শংকর ভট্টাচার্য, মো. শাহিনুর ইসলাম, ডা. সাবিনা জেসমিন, মো. হোসেন আলী প্রমুখ বক্তব্য রাখেন।
বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
এমবিএইচ/এএ