ঢাকা: রাজধানীর মিটফোর্ড এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৭০ লাখ টাকার ভেজাল ওষুধ জব্দ করেছে স্বাস্থ্য অধিদফতরের ওষুধ প্রশাসন অধিদফতর ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১)।
মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকেলে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ আহমেদের নেতৃত্বে পরিচালিত অভিযানে এসব ওষুধ জব্দ করা হয়।
সংশ্লিষ্টরা জানান, অভিযানে জব্দ ওষুধের মধ্যে ভারতীয় ইপোটিন ইঞ্জেকশন, ইপ্রাভেন্ট, ডুভাডিলান ট্যাবলেট, বেনোফোমেট ট্যাবলেট, এন্ট্রোক্সিন ট্যাবলেট, বেনোসাইড ট্যাবলেট রয়েছে।
ওই এলাকার মেসার্স রাবেয়া ড্রাগ হাউজ, আলী চেয়ারম্যান মার্কেটসহ তিনটি গোডাউনে অভিযান চালিয়ে এসব ওষুধ জব্দ করা হয়।
ওষুধ অধিদফতরের ওষুধ নিয়ন্ত্রক এ টি এম গোলাম কিবরিয়া বাংলানিউজকে বলেন, প্রায় ৭০ লাখ টাকার ভেজাল ওষুধ জব্দ করা হয়েছে। ২ জনকে আটক করা হয়েছে, তাদের নামে মামলা করা হবে।
‘এ ঘটনায় জড়িত আরও চারজনের নামও জানা গেছে। তারাসহ আরও কয়েকজন অজ্ঞাতনামার বিরুদ্ধেও মামলা করা হবে। ’
তিনি বলেন, এসব ওষুধের মোড়কে ভারতীয় কোম্পানির নাম রয়েছে। প্যাকেটে ২০১৭ সালের আগস্ট পর্যন্ত উৎপাদন সময় উল্লেখ করা হয়েছে।
এসব ওষুধ মরণঘাতী বলে উল্লেখ করেন ওষুধ নিয়ন্ত্রক গোলাম কিবরিয়া।
র্যাব-১ এর এএসপি নাজমুল হাসান রাজীব জানান, বেলা আড়াইটা থেকে ভেজাল ওষুধ বিক্রেতাদের বিরুদ্ধে অভিযান শুরু হয়। এ সময় দু’জনকে আটক করা হয়েছে।
আটক দুই ব্যাক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর ধারায় মামলার নির্দেশ দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ আহমেদ।
অভিযানকালে ওষুধ নিয়ন্ত্রক মুহিদ ইসলাম, মনির উদ্দিন আহমেদ ও শায়লা নওশাদসহ র্যাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬/আপডেট: ২১৪৮ ঘণ্টা
এমএন/পিএম/ওএইচ/এমএ