সিলেট: সিলেটে পাওয়ার জেলা প্রশাসক কাপ আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টে-২০১৬ এর উদ্বোধন হয়েছে।
মঙ্গলবার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৭টায় টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেট বিভাগীয় কমিশনার জামাল উদ্দিন আহমদ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার এসএম রুকন উদ্দিন, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি মো. মনিরুজ্জামান, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ।
এ সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ক্রীড়া সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিশু-কিশোরদের ডিসপ্লে প্রদর্শনী ও সিলেট অঞ্চলের ঐতিহ্য মনিপুরী নৃত্য পরিবেশন করা হয়।
প্রথম দিনের খেলায় সদর উপজেলা বনাম কানাইঘাট উপজেলার মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়েছে।
এদিকে, টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধনে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত উপস্থিত থাকার কথা থাকলেও জরুরি কাজের জন্য তিনি উদ্বোধনী অনুষ্ঠানে থাকতে পারেননি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
এনইউ/আরআইএস/এমজেএফ