হবিগঞ্জ: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল খায়ের গোলাপের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্তকাজ শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
মঙ্গলবার (২৫ অক্টোবর) সরেজমিনে তদন্তকাজ শুরু করেন তারা।
তদন্তদলের প্রধান নুর হোসেনের নেতৃত্বে এ সময় গ্রামবাসী ও মামলার বাদীদের সাফাই সাক্ষী নেওয়া হয়। পরে তিনি সাংবাদিকদের বলেন, কিছু দিনের মধ্যেই তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হবে।
গজনাইপুর ইউনিয়নের মাহমদপুর গ্রামের মৃত মতিউর রহমান উমরা মিয়ার ছেলে সাবেক ইউপি চেয়ারম্যান আবুল খায়ের গোলাপের বিরুদ্ধে চলতি বছরের ১৩ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করেন উপজেলার আতানগীরি গ্রামের রইছ উল্লার স্ত্রী সুকুরি বিবি।
অভিযোগে বলা হয়, গোলাপ ১৯৭১ সালে যুদ্ধ চলাকালীন আল বদর ও রাজাকার বাহিনীর সংগঠক ছিলেন। সে সময় তার নেতৃত্বে দিনারপুর হাই স্কুলে ক্যাম্প স্থাপন করে নারীদের ধর্ষণ ও হত্যাকাণ্ডে সহায়তার অভিযোগ রয়েছে।
বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
এসআর