মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদরের পঞ্চসারের বাগবাড়ি ও মালিপাথর এলাকায় পৃথক অভিযান চালিয়ে ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে বালু আনলোড বন্ধ করে দিয়েছে প্রশাসন।
মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে মুক্তারপুর বাগবাড়ি এলাকায় ষষ্ঠ বাংলাদেশ-চীন মৈত্রী সেতু এলাকায় এ অভিযান চালানো হয়।
এ সময় জেলা যুবলীগের সভাপতি আক্তার উজ্জামান রাজিব ও স্থানীয় আওয়ামী লীগ নেতার মালিকাধীন দুইটি বালু আনলোড ড্রেজার মেশিন জব্দ করা হয়।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ-আল মামুন বাংলানিউজকে জানান, ধলেশ্বরী নদীর শহর রক্ষা বাঁধে এ অভিযান চালানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
এজি