ফেনী: ফেনীতে ৩২৫ কেজি পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদফতর। একই সঙ্গে নিষিদ্ধ এ পণ্যটি বিক্রি করায় ৯ দোকানিকে ৩৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৫ অক্টোবর) জেলার পরশুরাম ও ফুলগাজী উপজেলা সদরে অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন ধরেই ফেনীর বিভিন্ন মুদি ও মনোহরী দোকানে পলিথিন বিক্রি হয়ে আসছিলো। যা পরিবেশের জন্য ক্ষতিকর।
পলিথিনের ব্যবহার, সরবরাহ ও বিক্রি বন্ধে সচেতনতা সৃষ্টির জন্যে মঙ্গলবার সকালে পরশুরামে ভ্রাম্যমাণ আদালত চালানো হয়।
এ সময় ছয়টি প্রতিষ্ঠানকে ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ৪৫ কেজি পলিথিন জব্দ করা হয় অভিযানে।
এর আগে ছাগলনাইয়া উপজেলার জমাদ্দার বাজারে অভিযান চালিয়ে ২৮০ কেজি পলিথিন জব্দ করে ভ্রাম্যমাণ আদালত।
এ সময় মেসার্স আমিন স্টোর, কালাম স্টোরকে ১৫ হাজার করে ও অন্য একটি মুদি দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানা।
পরিবেশ অধিদফতর ফেনীর সহকারী পরিচালক শওকত আরা কলি বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
বিএসকে/এমএ