বগুড়া: বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের মহাস্থান ব্রিজের পাশে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আনিছুর রহমান রনজু (৪০) নিহত হয়েছেন।
নিহত রনজু বগুড়া সদর উপজেলা যুবলীগের সভাপতি অধ্যক্ষ শহিদুল ইসলাম দুলুর ভাগনে বলে জানা গেছে।
মঙ্গলবার (২৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সাইকেলে করে ওই স্থান হয়ে আনিছুর রহমান রনজু বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে গতিরোধ করে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শহরের ছিলিমপুর টাউন ফাঁড়ি পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম বাংলানিউজকে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
এমবিএইচ/এসএনএস