ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

নড়াইল ওয়ার্কার্স পার্টির সেক্রেটারির ওপর হামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
নড়াইল ওয়ার্কার্স পার্টির সেক্রেটারির ওপর হামলা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নড়াইল: নড়াইল শহরের রূপগঞ্জ এলাকায় জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে তাকে হাতুড়ি ও হকিস্টিক দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে সন্ত্রাসীরা।

গুরুতর আহত অবস্থায় নজরুল ইসলামকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর নড়াইল-২ আসনের সংসদ সদস্য ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা শেখ হাফিজুর রহমান তাকে দেখতে হাসপাতালে আসেন।

এদিকে, এ হামলার প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল করেছেন দলীয় নেতাকর্মীরা। তারা হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানান।
দলীয় নেতাকর্মীরা জানান, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ খেলার মাঠে হস্ত-বস্ত্র ও শিল্প মেলার নামে র‌্যাফেল ড্র এবং জুয়া বন্ধের দাবিতে জোরালো আন্দোলন করে আসছিলেন ওয়ার্কার্স পার্টির নেতা নজরুল ইসলাম।

গত ১৩ অক্টোবর থেকে র‌্যাফেল ড্রর নামে জুয়া খেলা শুরু হয়। পরে আন্দোলনের ২৩ অক্টোবর র‌্যাফেল ড্র বন্ধ করে দেয় জেলা প্রশাসন। এ ঘটনার জের ধরে এ হামলা হতে পারে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বাংলানিউজকে জানান, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা উদঘাটনের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।