মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৬টি প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে ৬ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৫ অক্টোবর) র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম দুপুর থেকে রাত পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন।
শ্রীনগর উপজেলা সদর, ষোলঘর ও ছনবাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-১১ শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ক্যাম্পের কমান্ডার এএসপি মাসুদ আনায়ার বাংলানিউজকে জানান, বিভিন্ন অনিয়মের অভিযোগের কারণে শ্রীনগরের ঝুমুর হল সংলগ্ন বিক্রমপুর হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার, ষোলঘর এলাকার মা ডায়াগনস্টিক সেন্টার ও ছনবাড়ি এলাকার মা ডায়াগনস্টিক সেন্টারের মালিককে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়।
এছাড়া একই অভিযাগে ষোলঘর এলাকার লোকমান হাসপাতালকে ৭৫ হাজার টাকা ও উপজেলা সদরের ফেমাস জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
আরবি/