ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে বিদ্যুৎ চুরির দায়ে ৪ জনকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৪ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
গাজীপুরে বিদ্যুৎ চুরির দায়ে ৪ জনকে জরিমানা

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ চুরির দায়ে চারজনকে তিন লাখ ৮৫ হাজার ছয় টাকা জরিমানা করেছেন গাজীপুর পল্লী বিদ্যুতের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা শাহরীন মাধবী এ জরিমানা করেন।

গাজীপুর পল্লীবিদ্যুৎ শাখার ডিজিএম (টেকনিক্যাল) মো. হারুন অর রশিদ বাংলানিউজকে জানান, গাজীপুর সিটি করপোরেশনের বাইমাইল, কুদ্দুছনগর ও দেওলিয়াবাড়ি এলাকায় অভিযান চালায় গাজীপুর পল্লী বিদ্যুতের ভ্রাম্যমাণ আদালত।

এসময় অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করার দায়ে দেওলিয়াবাড়ির এলাকার আনোয়ার হোসেনের ছেলে মো. সোহেল রানাকে এক লাখ তিন হাজার ৭শ ৯৬ টাকা, একই এলাকার নূরুল হকের স্ত্রী সামসুর নাহারকে এক লাখ ৪৫ হাজার ৬৬ টাকা, বাইমাইল এলাকার শাহদাত হোসেনকে ২৮ হাজার ৩শ ৪৮ টাকা এবং কুদ্দুছনগর এলাকার আওয়াল মোল্লাকে এক লাখ ৩৭ হাজার ৭শ ৯৬ টাকা জরিমানা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন গাজীপুর পল্লী বিদ্যুৎ শাখার ডিজিএম (টেকনিক্যাল) হারুন অর রশিদ, এজিএম জুনায়দুর রহমান, কোনাবাড়ী জোনাল অফিসের এজিএম নুরুল ইসলামসহ পল্লী বিদ্যুতের কর্মকর্তাসহ থানা পুলিশ।

গাজীপুর পল্লী বিদ্যুতের কোনাবাড়ী জোনাল অফিসের ডিজিএম মো. মুখলেছুর রহমান বাংলানিউজকে জানান, অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার রোধ করতে পল্লী বিদ্যুতের ভ্রাম্যমাণ আদালত নিয়মিত অভিযান পরিচালনা করবে।

বাংলদেশ সময়: ২২০০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
আরএস/আরআইএস/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।