গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ চুরির দায়ে চারজনকে তিন লাখ ৮৫ হাজার ছয় টাকা জরিমানা করেছেন গাজীপুর পল্লী বিদ্যুতের ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা শাহরীন মাধবী এ জরিমানা করেন।
গাজীপুর পল্লীবিদ্যুৎ শাখার ডিজিএম (টেকনিক্যাল) মো. হারুন অর রশিদ বাংলানিউজকে জানান, গাজীপুর সিটি করপোরেশনের বাইমাইল, কুদ্দুছনগর ও দেওলিয়াবাড়ি এলাকায় অভিযান চালায় গাজীপুর পল্লী বিদ্যুতের ভ্রাম্যমাণ আদালত।
এসময় অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করার দায়ে দেওলিয়াবাড়ির এলাকার আনোয়ার হোসেনের ছেলে মো. সোহেল রানাকে এক লাখ তিন হাজার ৭শ ৯৬ টাকা, একই এলাকার নূরুল হকের স্ত্রী সামসুর নাহারকে এক লাখ ৪৫ হাজার ৬৬ টাকা, বাইমাইল এলাকার শাহদাত হোসেনকে ২৮ হাজার ৩শ ৪৮ টাকা এবং কুদ্দুছনগর এলাকার আওয়াল মোল্লাকে এক লাখ ৩৭ হাজার ৭শ ৯৬ টাকা জরিমানা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন গাজীপুর পল্লী বিদ্যুৎ শাখার ডিজিএম (টেকনিক্যাল) হারুন অর রশিদ, এজিএম জুনায়দুর রহমান, কোনাবাড়ী জোনাল অফিসের এজিএম নুরুল ইসলামসহ পল্লী বিদ্যুতের কর্মকর্তাসহ থানা পুলিশ।
গাজীপুর পল্লী বিদ্যুতের কোনাবাড়ী জোনাল অফিসের ডিজিএম মো. মুখলেছুর রহমান বাংলানিউজকে জানান, অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার রোধ করতে পল্লী বিদ্যুতের ভ্রাম্যমাণ আদালত নিয়মিত অভিযান পরিচালনা করবে।
বাংলদেশ সময়: ২২০০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
আরএস/আরআইএস/এসএনএস