ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

কমলনগরে আওয়ামী লীগের আনন্দ মিছিল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৮ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
কমলনগরে আওয়ামী লীগের আনন্দ মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লক্ষ্মীপুর: বাংলাদেশ আওয়ামী লীগের সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুনরায় সভাপতি এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী নোয়াখালীর অহংকার ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক হওয়ার আনন্দে লক্ষ্মীপুরের কমলনগরে আনন্দমিছিল করা হয়েছে।  

মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকেল সোয়া ৫টার দিকে উপজেলা আওয়ামী লীগ এ আয়োজন করে।

আনন্দ মিছিলটি দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে হাজিরহাট বাজার প্রদক্ষিণ করে।  

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- উপজেলা সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ কমিটির সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল হক, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি হাজিরহাট ইউনিয়নের চেয়ারম্যান নিজাম উদ্দিন, আওয়ামী লীগ নেতা রাশেদ বিল্লাহ আলমগীর, মোস্তাফিজুর রহমান হাওলাদার, মোহাম্মদ ইউছুফ আলী (মিয়া ভাই), মহিলা আওয়ামী লীগের নেত্রী রেবেকা মহসিন, শাজেদা আক্তার সুমি, উপজেলা যুবলীগের সভাপতি ফজলুল হক সবুজ, সাধারণ সম্পাদক আহসান উল্যাহ হিরণ, ছাত্রলীগ সভাপতি জাহাঙ্গীর আলম বিপ্লব ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মহি উদ্দিন সোহেল প্রমুখ।  

বাংলাদেশ সময়: ২২০৯ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
পিসি/
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।