ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

যশোরে চা ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৬ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
যশোরে চা ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা

যশোর: যশোরের বাঘারপাড়ায় মেয়াদোত্তীর্ণ চা-পাতা প্যাকেটজাত করে বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকেলে বাঘারপাড়া উপজেলার খাজুরা বাজারের ‘রিপনটি স্টোর’ নামে একটি দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।

যশোরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আনিসুর রহমান বাংলানিউজকে বলেন, মেয়াদোত্তীর্ণ চা-পাতা প্যাকেটজাত করে বিক্রির দায়ে দোকানটির মালিক মাহবুব হোসেনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

তিনি আরও বলেন, ওই দোকানে বিএসটিআইয়ের লাইসেন্স নবায়ন নেই।  

বাংলাদেশ সময়: ২২৪২ ঘণ্টা, অক্টোবর  ২৫, ২০১৬
ইউজি/পিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।