ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

চার বিষয়ে সাফল্য অর্জন করলো বগুড়ার শ্রেয়া

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৬ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
চার বিষয়ে সাফল্য অর্জন করলো বগুড়ার শ্রেয়া

বগুড়া: দেশব্যাপী বিষয় ও বয়স ভিত্তিক নৃত্য প্রতিযোগিতা ২০১৬ তে বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিশু নৃত্যশিল্পী প্রতীতি রায় শ্রেয়া সাফল্য অর্জন করেছে।  

নৃত্যের চারটি বিষয়ে অংশগ্রহণ করে সেরা দশ এ স্থান করে নিয়েছে সে।

নৃত্যের বিষয় ছিলো সৃজনশীল নৃত্য, কত্থক, ওড়িষ্যী ও ভারতনাট্যম নৃত্য।  

মঙ্গলবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় প্রতীতি রায় শ্রেয়ার পরিবারের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।  

সৃজনশীল নৃত্যে সারাদেশের অঞ্চল পর্যায়ে বাছাইকৃত সর্বমোট ৮০ জন প্রতিযোগীর মধ্যে শ্রেয়া প্রকাশিত ফলাফল অনুয়ায়ী দ্বিতীয় স্থান এবং কত্থক, ওড়িষ্যী ও ভারতনাট্যম নৃত্যে তৃতীয় স্থান অধিকার করেছে।  

এ চারটি বিভাগেই প্রথম ১০জন করে চুড়ান্ত বিজয়ী ধরা হয়। ঢাকার শিল্পকলা একাডেমিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আগামী সোমবার (৩১ অক্টোবর) প্রতিযোগিতার পুরস্কার আনুষ্ঠানিকভাবে দেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ২২৪৯ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
এমবিএইচ/পিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।