ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

বখাটে লিটু গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৭ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
বখাটে লিটু গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার

ঝিনাইদহ: প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করায় ঝিনাইদহ উপ-শহর পাড়ায় স্কুলছাত্রী পূজাকে ছুরিকাঘাত মামলার প্রধান আসামি বখাটে লিটু হোসেনকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করেছে পুলিশ।  

মঙ্গলবার (২৫ অক্টোবর) রাত ৪টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার নৃসিংহপুর গ্রামের গণ্ডবিলাপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ বাংলানিউজকে জানান,  গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার নৃসিংহপুর গ্রামের গণ্ডবিলাপাড়ার একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় বখাটে লিটু হোসেন পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও গুলি ছোড়ে। পরে গুলিবিদ্ধ অবস্থায় লিটুকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লিটুর কাছ থেকে তিনটা তাজা বোমা ও ছোরা উদ্ধার করেছে পুলিশ।

প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করায় সোমবার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে ঝিনাইদহ শহরে বাসায় পূজা (১৬) নামে এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাত করেছে লিটু হোসেন (২২)।

বাংলাদেশ সময়: ০৫০০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।