ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

ঢামেকে রাতে অ্যাম্বুলেন্স দালালদের দৌরাত্ম্য 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪২ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
ঢামেকে রাতে অ্যাম্বুলেন্স দালালদের দৌরাত্ম্য  ছবি: কাশেম হারুন

ঢাকা: শনিবার (১৫ অক্টোবর) বেসরকারি অ্যাম্বুলেন্সের চাপায় অন্তঃসত্তা নারীসহ ৫ জন নিহত হওয়ার পর থেকে দিনে কিছুটা নিয়ন্ত্রণ থাকলেও রাতে অ্যাম্বুলেন্স দালালদের দৌরাত্ম্য বেড়েছে ঢামেকে।

মঙ্গলবার (২৬ অক্টোবর) দিনগত রাত ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে দালালদের এ দৌরাত্ম্য দেখা গেছে।


মাদারীপুর জেলার শিবচর উপজেলার বাসিন্দা সামছু মাতবর (৫০) ভাঙা পা নিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢামেকে এসেছেন।

সামছু মাতবরের সঙ্গে থাকা বাদল মাতবর বাংলানিউজকে জানান, ঢামেকে আহত সামছুর চিকিৎসা শেষে ডা. বাড়ি যাওয়ার জন্য ছাড়পত্র দিয়েছেন।

মঙ্গলবার (২৫ অক্টোবর) রাত ২টার দিকে সামছুকে ট্রলিতে ঢামেক জরুরি বিভাগের বাইরে আনা হয়। এ সময় ৩ থেকে ৪ যুবক ট্রলি ধরে টানতে থাকে আর বলেন, ‘কই যাবেন আমার গাড়িতে ওঠেন। রোগী এরকম টানা হেঁচড়া করায় আমরা বিরক্ত। ’

ঢামেকে রোগী টানা হেঁচড়ার সময় কথা হয় জাবেদ নামে এক অ্যাম্বুলেন্স দালালের সঙ্গে। তিনি বাংলানিউজকে বলেন, ‘আমি ইকবাল ভাইয়ের অ্যাম্বুলেন্সের সঙ্গে থাকি। রাতে দুই একটা খ্যাপ ধরে দিলে তিন/চারশ টাকা পাই। ’

শনিবার(১৫ অক্টোবর) ঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স চাপায় অন্তঃসত্তা নারীসহ ৫ জন মারা যান। এরপর ঢামেক ক্যাম্প পুলিশ ঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স প্রবেশে কড়াকড়ি আরোপ করে। পুলিশের তৎপরতায় দিনে দালালরা কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও রাতে বেপরোয়া।  

পুলিশ বক্স থেকে মৌখিকভাবে বেসরকারি অ্যাম্বুলেন্স চালকদের নির্দেশ দেওয়া ছিল ঢামেকের ভেতরে গাড়ি পার্কিং করা যাবে না। রোগীদের নিয়ে টানা হেঁচড়া করা যাবে না।

কিন্তু সেই নির্দেশ উপেক্ষা করে রাতে ঢামেকে জরুরি বিভাগের সামনে কয়েকটি অ্যাম্বুলেন্স পার্কিং করা দেখা যায়। পার্কিং অ্যাম্বুলেন্সের নাম্বার হলো- ঢাকা মেট্রো  ছ ৭৪-০০২৫, ঢাকা মেট্রো চ ১৩-১৩৯৫।

ঢামেকের বেসরকারি ট্রলিম্যান মো. ফরিদ বাংলানিউজকে জানান, অ্যাম্বুলেন্স চাপায় ৫ জন মারা যাওয়ার পর থেকে দিনের বেলায় এসব দালালদের দেখা যায় না। তবে, রাতে দৌরাত্ম্য বাড়ছে।

ঢামেক পুলিশ ক্যাম্প ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, এ রকম অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০৫২৩ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
এজেডএস/পিসি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।