ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে হাত-পা-মুখ বেঁধে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
বরিশালে হাত-পা-মুখ বেঁধে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ

বরিশাল: বরিশাল নগরের কাঠপট্টি এলাকায় খালিদ মো. টিপু (৪০) নামে এক ব্যক্তির হাত-পা-মুখ বেঁধে হত্যার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৬ অক্টোবর) রাত ৯টার দিকে ওই ব্যক্তিকে মুমূর্ষু অবস্থায় ভাড়া বাসা থেকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রাথমিকভাবে ওই ব্যক্তিকে হত্যা করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত হয়েছে।  খালিদ মো. টিপু চট্টগ্রামের কর্ণফুলি থানাধীন চরলক্ষিয়া এলাকার বাসিন্দা সোলায়ামানের ছেলে।

নিহতের ভাই মুনসুর জানান, তারা দুই ভাই কাঠপট্টি রোডের ২৭২ নম্বর হোল্ডিং এর তুহিন মিয়ার বাসার ৪র্থ তলার একটি কক্ষে ভাড়া থাকতেন। প্রায় প্রতিদিনই দুইভাই একসঙ্গে খাওয়া-দাওয়া করেন। মঙ্গলবার ভাই কাজ শেষে বাসায় আসে জামা-কাপড় পাল্টানোর জন্য। কিন্তু কয়েক ঘণ্টা পরও কর্মস্থলে ভাই ফিরে না এলে এবং মোবাইল ফোনের কল রিসিভ না করলে সন্ধ্যার পরে বাসায় আসেন মুনসুর ।

ঘরের মধ্যে প্রবেশ করেই ভাইকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় দেখতে পান। পরে প্রতিবেশীদের সহায়তায় তাকে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

হাসপাতালের সর্দার আ. ছত্তার জানান, টিপুর মৃতদেহ সুরতহাল ও ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে, পাশাপাশি থানা পুলিশকে বিষয়টি অবহিত করা হয়েছে।

বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনার পরপরই কাঠপট্টি রোডের বাড়িতে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা যান। পুরো বিষয়টি তদন্ত করে দেখছেন তারা।  পাশাপাশি এ ঘটনা মামলা দায়ের ও জিজ্ঞাসাবাদের জন্য নিহতের ভাইকে থানায় নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ০৭৩৩ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬।

এমএস/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।