রংপুর: রংপুরের আট উপজেলায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় চার্জশিটভুক্ত ৭০ আসামিকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
বুধবার (২৬ অক্টোবর) সকালে রংপুর জেলা পুলিশ কন্ট্রোল রুম বাংলানিউজকে এ তথ্য জানায়।
মঙ্গলবার (২৫ অক্টোবর) দিনগত রাত থেকে বুধবার (২৬ অক্টোবর) সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও ফেনসিডিলসহ তাদের গ্রেফতার করা হয়। তারা সবাই বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। আদালতে তাদের বিরুদ্ধে চার্জশিট রয়েছে।
রংপুর পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরে আসামিরা পলাতক থাকায় গ্রেফতার করা যাচ্ছিলো না। এবার অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিদের বুধবার সকালে আদালতে হাজির করা হলে বিচারক তাদের রংপুর কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ০৯২০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
টিআই