জয়পুরহাট: জয়পুরহাট সদর উপজেলার দাদড়া জন্তিগ্রাম এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে বন্দুকযুদ্ধে সন্ত্রাসী শাফিন নিহত হয়েছেন।
মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত শাফিন জয়পুরহাট শহরের দেওয়ান পাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে।
জয়পুরহাট র্যাব ক্যাম্প কমান্ডার মেজর হাসান আরাফাত বাংলানিউজকে জানান, সন্ত্রাসী শাফিনকে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য দাদড়া জন্তিগ্রাম এলাকায় গেলে সেখানে আগে থেকে অবস্থান করা তার সহযোগীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় র্যাবও পাল্টা গুলি ছুড়লে বন্দুকযুদ্ধে ঘটনাস্থলেই শাফিন নিহত হন।
তার বিরুদ্ধে ৬টি হত্যাসহ ১০টি মামলা রয়েছে। তিনি একটি হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে গত ৫ বছর পলাতক ছিলেন।
বাংলাদেশ সময়: ০৯৪৮ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
এসএইচ