গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে জহুরুল ইসলাম (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছে অন্তত ১০ যাত্রী।
বুধবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় গোবিন্দগঞ্জ শহরের দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় একটি বাস ও বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান বাসযাত্রী জহুরুল। এসময় আহত হন আরো অন্তত ১০ জন।
এছাড়া স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১১৫১ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
বিএসকে/এসআই