ঢাকা: যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে উদ্দেশ্য প্রণোদিতভাবে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ যুদ্ধাহত মুক্তিযোদ্ধা কল্যাণ পরিষদ।
বুধবার (২৬ অক্টোবর) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ অভিযোগ করা হয়।
মুক্তিযোদ্ধারা বলেন, যাচাই-বাছাইয়ের নামে আমাদের হয়রানি করা হচ্ছে। যারা প্রকৃত মুক্তিযোদ্ধা তাদের নানা রকম হয়রানির করা হলেও ভুয়ারা পার পেয়ে যাচ্ছে অনায়াসে। ফলে নিগৃত হচ্ছি আমরা। এ দিন দেখার জন্যতো আমরা যুদ্ধ করিনি। একটা সুন্দর দেশ দেখার জন্য জীবনবাজি রেখে মাঠে নেমেছিলাম।
এসব বিষয়ে সংগঠনটির সভাপতি আফজাল হক লিখিত বক্তব্যের মাধ্যমে বলেন, সমগ্র বাংলাদেশের মুক্তিযোদ্ধারা আজ এখানে এসেছে। ৬৪ জেলার মুক্তিযোদ্ধারা তাদের দাবি আদায়ে আজ এখানে দাঁড়িয়েছে। দয়া করে মুক্তিযোদ্ধাদের হয়রানি বন্ধ করুন। তাদের জীবনের শেষ কিছুদিন তাদের কষ্ট দিবেন না।
বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
ইউএম/এসএইচ