ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

মুজিবনগরে ৬ মামলার আসামি হাতবোমাসহ গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
মুজিবনগরে ৬ মামলার আসামি হাতবোমাসহ গ্রেফতার

মেহেরপুর: হত্যা, বোমা বিস্ফোরণ মাদকসহ হাফ ডজন মামলার পলাতক আসামি মনিরুল ইসলাম ওরফে মনাকে (৩৭) তিনটি হাত বোমাসহ গ্রেফতার করেছে মুজিবনগর পুলিশ।

বুধবার (২৬ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

  মনা মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের নবুছদ্দিনের ছেলে।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল হোসেন বাংলানিউজকে জানান, মনা তার বাড়িতে অবস্থান করছে এমন খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার বাড়ি থেকে লাল টেপ মোড়ানো তিনটি হাতবোমা উদ্ধার করা হয়। বর্তমানে তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বোমা তিনটি পানি ভর্তি বালতিতে রেখে নিষ্ক্রীয় করা হয়েছে।

ওসি আরো জানান, মনার নামে মুজিবনগর, সদর, মাগুরা জেলাসহ আশপাশের কয়েকটি থানায় হত্যা, চাঁদাবাজী, বোমাবাজি, ফেনসিডিল ব্যবসা, বোমা বিস্ফোরণ, নারী ও শিশু নির্যাতন ঘটনায় ছয়টি মামলা রয়েছে।

মনা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তিনি একজন বোমারু। বোমা তৈরি করে তিনি এলাকার সন্ত্রাসীদের কাছে সরবরাহ করতেন।

বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।