ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে হাত ধোয়া দিবস পালিত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
কেরানীগঞ্জে হাত ধোয়া দিবস পালিত ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার কেরানীগঞ্জে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।

বুধবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ থেকে এ উপলক্ষে একটি শোভাযাত্রা বের হয়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে গিয়ে শেষ হয়।

পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে হাত ধোয়া অনুশীলন করা হয়।

বেলা ১১টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা বাস্তব’র সহযোগিতায় উপজেলা পরিষদ ও জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর এসব কর্মসূচির আয়োজন করে।

সহকারী কমিশনার (ভূমি) কেরানীগঞ্জ সার্কেল অঞ্জন কুমার সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. হযরত আলী, বাস্তব’র নির্বাহী পরিচালক রুহি দাশ, ব্রাঞ্চ ম্যানেজার আনোয়ার হোসেন ও মো. ছালাম এবং হেলথ অফিসার সুলতানা ওহাব।

বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।