ফেনী: ৫ দফা দাবি আদায়ে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন কারিগরি শিক্ষাবোর্ড থেকে পাসকৃত মেডিকেল টেকনোলজিস্টরা।
বুধবার (২৬ অক্টোবর) বেলা ১১টায় শহরের ট্রাংক রোড়ে শহীদ মিনার চত্বরে এ কর্মসূচি পালন করেন তারা।
এরআগে দাবি আদায়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন তারা।
কারিগরি শিক্ষাবোর্ড মেডিকেল টেকনোলজিস্ট ছাত্র পরিষদ ফেনী শাখার সভাপতি কামরুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক রিপল চাকমার সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদের (বাকাসাপ) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এখলাস উদ্দিন খন্দকার, মেডিকেল টেকনোলজিস্ট নজির আহম্মদ সোহেল, কারিগরি শিক্ষাবোর্ড মেডিকেল টেকনোলজিস্ট ছাত্র পরিষদ ফেনী শাখার সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবদুল লতিফ জুয়েল প্রমুখ।
মেডিকেল টেকনোলজিস্টদের ৫ দফা দাবি হলো, সরকারি চাকরিসহ সবক্ষেত্রে সম-অধিকার, ফার্মেসি ও নার্সিং কাউন্সিল হতে পেশাগত সনদ প্রদান,ডেন্টাল টেকনোলজিস্টদের ম্যাটসের ন্যায় উপ-সহকারী ডেন্টাল অফিসার সমমানের মর্যাদা, বোর্ড ব্যতীত অন্য কোথাও থেকে ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজির শিক্ষাগত সনদ প্রদান বন্ধ এবং দেশের সব বিশ্ববিদ্যালয় বিএসসি ইন হেলথ টেকনোলজিসহ অন্যান্য বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ দেওয়া।
বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
এসআর