ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চট্টগ্রামগামী কর্ণফুলী ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ঢাকার সঙ্গে চট্টগ্রাম, সিলেট ও নোয়াখালী রুটে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
বুধবার (২৬ অক্টোবর) দুপুর সোয়া ১টার দিকে আশুগঞ্জ রেল স্টেশনের আউটারে এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন মাস্টার শোয়েব আহমেদ বাংলানিউজকে জানান, ইঞ্জিন বিকলের খবর পেয়ে রেলওয়ের স্থানীয় একটি মেরামতকারী দল ঘটনাস্থলে পৌঁছেছেন। ইঞ্জিন মেরামত শেষে রেল যোগাযোগ স্বাভাবিক হবে।
বাংলাদেশ সময়: ০১৫৭ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
এজি/এসআর