ঢাকা: কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের শ্রম পরিদর্শক আবুল হাসিম ভূঁইয়াকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বাংলানিউজকে জানান, সকালে গ্রেফতারের পর আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
আবুল হাসিম কিশোরগঞ্জের পাকুন্দিয়ার মৃত আব্দুল গণি ভূঁইয়ার ছেলে।
দুদক সূত্র জানায়, সাবেক সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর আবুল হাসিম ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে সম্পদের তথ্য গোপন এবং এ সম্পদ তার জ্ঞাত আয় বর্হিভূতভাবে অর্জিত বলে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে।
এ অভিযোগে তার বিরুদ্ধে মঙ্গলবার (২৫ অক্টোবর) রমনা মডেল থানায় মামলা করে দুদক। এ মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
টিএইচ/এএটি/এএসআর