সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ময়নাকান্দি গ্রাম থেকে সেতু মনি (১০) নামে একটি শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৬ অক্টোবর) সকাল ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
সেতু মনি ওই গ্রামের আব্দুল হাকিম দুলাল প্রামাণিকের মেয়ে। সে ময়নাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল উদ্দিন সরদার বাংলানিউজকে জানান, সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
ওসি আরো জানান, শিশুটির পরিবারের দাবি, মঙ্গলবার (২৫ অক্টোবর) রাতে বাড়ির একটি গাছে রশি দিয়ে বানানো দোলনায় খেলছিল সেতু। এ সময় অসাবধানে গলায় রশি পেঁচিয়ে গেলে মারা যায় সে।
এদিকে, পরিবার দুর্ঘটনা বললেও সেতুকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় জনগণ। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে এটি হত্যা না দুর্ঘটনা তা নিশ্চিত হওয়া যাবে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
বিএসকে/এসআই