ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক

ব্রাহ্মণবাড়িয়া: কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের বিকল হওয়া ইঞ্জিন বদলে ‍ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন যোগাযোগ স্বাভাবিক করা হয়েছে।

 

 
বুধবার (২৬ অক্টোবর) বিকেল পৌনে ৩টার দিকে ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়।

এর আগে দুপুর সোয়া ১টার দিকে আশুগঞ্জ রেল স্টেশনের আউটারে এলাকায় কর্ণফুলী ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে করে ঢাকার সঙ্গে চট্টগ্রাম, সিলেট ও নোয়াখালী রুটে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের সহকারী মাস্টার মাইনুল হক বাংলানিউজকে জানান, স্থানীয় রেলওয়ের মেরামতকারী দল বিকল্প একটি ইঞ্জিন এনে ওই ট্রেনে স্থাপন করে। পরে ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।

** ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের রেল যোগাযোগ বন্ধ

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
এজি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।