কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে স্কুলগামী ছাত্রীদের যৌন হয়রানি ও উত্ত্যক্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের জিয়াউদ্দিন উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা।
বুধবার (২৬ অক্টোবর) দুপুরে এ কর্মসূচি পালন করা হয়।
দুপুরে ওই স্কুলের ছাত্রীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে বিক্ষোভ মিছিল বের করে। পরে স্কুলের সামনের রাস্তায় দাঁড়িয়ে মানববন্ধন করে তারা।
মানববন্ধনে ছাত্রীরা অভিযোগ করে, স্কুলে যাওয়া-আসার পথে প্রায়ই স্থানীয় বখাটেরা তাদের হয়রানি ও নানাভাবে উত্ত্যক্ত করে। শিক্ষকদের কাছে অভিযোগ করেও এর কোনো সুরাহা হয়নি। তাই হয়রানি থেকে রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ চায় তারা।
বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
এনটি