রংপুর: রংপুর সদরের আইডিয়াল মোড় এলাকায় কাভার্ডভ্যান চাপায় দু’জন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নামপরিচয় জানা যায়নি।
বুধবার (২৬ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম জাহিদুল ইসলাম বাংলানিউজকে এ খবর নিশ্চিত করেন।
তিনি বলেন, নিহত দুই ব্যক্তি হলেন, রিকশাচালক ও যাত্রী। তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
ওএইচ/এমজেএফ