ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়া পৌরসভায় ভ্যান হস্তান্তর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
বগুড়া পৌরসভায় ভ্যান হস্তান্তর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়া শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ময়লা-আবর্জনা বহনের জন্য সাতটি ভ্যান হস্তান্তর করা হয়েছে।

বুধবার (২৬ অক্টোবর) পৌরসভার আয়োজনে ও বগুড়া এডিপি ওয়ার্ল্ডভিশনের সহযোগিতায় পৌরসভার ১২ ও ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের কাছে এ ভ্যান হস্তান্তর করেন পৌর মেয়র অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান।

ভ্যান হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বগুড়া এডিপির সিনিয়র ম্যানেজার লোটাস চিসিম, নগর পরিকল্পনাবিদ আল মেহেদী, ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রোস্তম আলী, ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রহিম প্রামানিক, এডিপির অর্থনৈতিক প্রকল্প ম্যানেজার ইভান্স গমেজ, স্বাস্থ্য প্রকল্প ম্যানেজার ফিলিপ বিশ্বাস, টিম লিডার স্পন্সরশিপ বিকাশ বিশ্বাস ও বগুড়া কেন্দ্রীয় ইয়ুথ ফোরামের সভাপতি সঞ্জু রায় প্রমুখ।
 
অনুষ্ঠান শেষে বগুড়া পৌরসভা ও বগুড়া এডিপি ওয়ার্ল্ড ভিশনের মাঝে জনগোষ্ঠীভিত্তিক দুর্যোগ প্রস্তুতি প্রাতিষ্ঠানিকীরণ (সিবিডিপি) মডেল ও আউটকাম, আউটপুট লেভেলের কার্যক্রম বাস্তবায়নের জন্য সমঝোতা স্মারক সই হয়।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
এমবিএইচ/ওএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।