ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

বৃহস্পতিবার বকশীগঞ্জে শিল্প বণিক সমিতি’র হরতাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
বৃহস্পতিবার বকশীগঞ্জে শিল্প বণিক সমিতি’র হরতাল

জামালপুর: জামালপুরের বকশীগঞ্জে শিল্প বণিক সমিতির সদস্য নজরুল ইসলাম সওদাগরের ওপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেওয়া হয়েছে।

এর আগে শনিবার (২২ অক্টোবর) শিল্প ও বণিক সমিতির সভাপতি মনিক সওদাগর এ হরতালের ডাক দেন।

স্থানীয়রা জানান, হরতাল কর্মস‍ূচি সফল করতে শিল্প ও বণিক সমিতির সভাপতি মনিক সওদাগর ও সাধারণ সম্পাদক আব্দুল হামিদের নামে দিনভর মাইকিং করা হয়। এছাড়া, স্থানীয় বাস ও মিনিবাস মালিক সমিতির নামেও দিনভর মাইকিং করা হয়।

প্রসঙ্গত, শনিবার (২২ অক্টোবর) দুপুরে ওষুধ বিক্রিকে কেন্দ্র করে যুবদলের সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন মনিরের লোকজন নজরুল সওদাগরকে মারধর করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বকশীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে নজরুল চিকিৎসাধীন রয়েছেন।

বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
এনটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।