ঢাকা: রাজধানীর ক্যান্টনমেন্ট মাটিকাটা এলাকায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
সহকর্মীরা বাংলানিউজকে জানান, পাইলিংয়ের কাজে পানি দরকার হলে রবিউল পানির মোটর চালু করতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়। পরে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, নির্মাণ শ্রমিক রবিউলের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
এজেডএস/আরআইএস/আইএ