ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

উপজেলায় স্মার্টকার্ড সংরক্ষণের জায়গা নেই

ইকরাম-উদ দৌলা, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৫ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
উপজেলায় স্মার্টকার্ড সংরক্ষণের জায়গা নেই

ঢাকা: উপজেলা বা থানা নির্বাচন কার্যালয়গুলোতে উন্নতমানের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা স্মার্টকার্ড সংরক্ষণের জায়গা নেই। শুধু তাই নয়, নেওয়া হয়নি নিরাপত্তা ব্যবস্থাও।

এ অবস্থায় উপজেলা বা থানা নির্বাচন কার্যালয় থেকে স্মার্টকার্ড বিতরণে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে- আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, স্মার্টকার্ড সংরক্ষণের অবকাঠামো না থাকায় কার্যালয়গুলোর মেঝেতেই ফেলে রাখতে হবে উন্নত মানের এ কার্ড। এক্ষেত্রে হারিয়ে যাওয়া বা নষ্ট হওয়ার সম্ভবনা রয়েছে প্রায় শতভাগ।

থানা বা উপজেলা নির্বাচন কর্মকর্তারা বলছেন, কার্যালয়ে পর্যাপ্ত সেলফ ন‍া থাকায় সংশ্লিষ্ট কাগজপত্রই রাখার জায়গা নেই। এরওপর এনআইডি সংশোধন এবং নতুন এনআইডি তোলার জন্য আবেদন পত্রে গাদাগাদি অবস্থা। এখন স্মার্টকার্ড কিভাবে সংরক্ষণ করা হবে- তা নিয়ে উদ্বিগ্ন তার‍া।

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, শিগগিরই দেশের বিভিন্ন স্থানে স্মার্টাকার্ড দেওয়া হবে। এছাড়া চলমান বিতরণ কার্যক্রমে যারা ক্যাম্পে আসছেন না, তাদের কার্ডও সংশ্লিষ্ট কার্যালয় থেকে নিতে হবে।

ইতোমধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১ নম্বর ওয়ার্ডে স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম শেষ হয়েছে এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১৯, ২০ নম্বর ওয়ার্ডের কাজ শেষের পথে। তবে অর্ধেকের বেশি কার্ড বিতরণ সম্ভব হয়নি, কার্ড নিতে আসেননি প্রায় ৫০ হাজার ভোটার।

ইসির নির্দেশনা অনুযায়ী, এসব কার্ড থানা নির্বাচন কর্মকর্তার কার্যালয়েই রাখতে হবে। কিন্তু কার্যালয়ের ভেতরে কোথায় রাখবেন, কিভাবে নিরাপত্তা নিশ্চিত হবে, এসবই কর্মকর্তাদের ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. শাহ আলম বুধবার (২৬ অক্টোবর) বাংলানিউজকে বলেন, কার্ড ফেরৎ নিতে নয়- আমরা চেষ্টা করছি ক্যাম্পেই সব কার্ড বিতরণ করতে। কেননা, এগুলো কার্যালয়ে ফেরৎ নিলে রক্ষণাবেক্ষণে সমস্যা হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন উপজেলা নির্বাচন কর্মকর্তা বলেন, একটি উপজেলায় কয়েক লাখ ভোটার রয়েছে। আর স্মার্টকার্ড রাখতে হয় নির্দিষ্ট বক্সে। বক্সগুলো আবার একটি নির্দিষ্ট ভোটার এলাকাকে নির্দেশ করে। এসব বক্স কোথায় কিভাবে রাখা হবে তার জন্য কোনো ব্যবস্থা উপজেলা বা থানা নির্বাচন কার্যালয়েই নেই। আবার প্রয়োজনীয় লোকবলও নেই।

একসঙ্গে অনেক ভোটার কার্যালয়ে এলে তাদের কার্ড নির্দিষ্ট বক্স থেকে খুঁজে বের করে সরবরাহ করাও সময় সাপেক্ষ বিষয়। তাই থানা নির্বাচন কার্যালয় থেকে কার্ড বিতরণের আগেই রক্ষণাবেক্ষণের বিষয়টি নিশ্চিত করতে হবে।

কর্মকর্তাদের মতে, অরক্ষিতভাবে কার্ড রাখলে হারিয়ে যেতে পারে। বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে।

গত ২ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এরপর ৩ অক্টোবর থেকে ডিএসসিসি, ডিএনসিসি এবং কুড়িগ্রামের ফুলবাড়িতে স্মার্টকার্ড বিতরণ শুরু করে ইসি।

পরবর্তীতে ঢাকার সব এলাকায় বিতরণ শেষে দেশের অন্য সিটি করপোরেশন, জেলা ও উপজেলা পর্যায়ে ধারবাহিকভাবে স্মার্টকার্ড বিতরণে যাবে ইসি।

বাংলাদেশ সময়: ০১০৪ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
ইইউডি/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।