ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

রংপুরে টাকাসহ চুরি যাওয়া সিন্দুক উদ্ধার 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৭ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
রংপুরে টাকাসহ চুরি যাওয়া সিন্দুক উদ্ধার 

রংপুর: মিঠাপুকুরের খোড়াগাছ এলাকায় এরশাদ কোল্ড স্টোরেজ থেকে ৩ লাখ ৮১ হাজার টাকাসহ চুরি যাওয়া সিন্দুকটি উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ওই এলাকার একটি কবরস্থানের ভেতর থেকে এ সিন্দুকটি উদ্ধার করা হয়।

 

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ন কবির বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি জানান, উদ্ধার সিন্দুকের ভেতরে থাকা বিপুল টাকাও উদ্ধার করা হয়েছে।  তবে জড়িত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।  

এর আগে গত ২৪ অক্টোবর উপজেলার খোড়াগাছ ইউনিয়নের দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের পাশে এরশাদ কোল্ড স্টোরেজ টাকাসহ সিন্দুকটি চুরি হয়ে যায়।  

পরে এ ঘটায় গত ২৫ অক্টোবর বিকেলে স্থানীয় থানায় একটি মামলা করা হয়েছে বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ০৩৪৮ ঘণ্টা,অক্টোবর ২৭,২০১৬
এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।